যবিপ্রবি'র সিএসই বিভাগ কে অভিনন্দন জানালেন উপাচার্য মহোদয়

সিএসই ক্লাসরুম 17 November, 2024

গত ১০-১১-২০২৪ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত Synergyx2024 এর রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ হবার গৌরব অর্জন করে যবিপ্রবি সিএসই বিভাগের একটি টিম - JUST_Flare; এছাড়াও JUST_Triple_Helix টিমটি টপ টেন এর মধ্যে জায়গা করে নেয় অষ্টম স্থান অধিকার করার মধ্যে। এ অর্জনের জন্য যবিপ্রবি'র মাননীয় উপাচার্য ড. আব্দুল মজিদ সিএসই বিভাগ'কে অভিনন্দন জানান এবং JUST_Flare কে অভিনন্দন জানাতে সিএসই বিভাগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।