যবিপ্রবি সিএসই বিভাগের অসাধারণ সাফল্য: KRIUPC ২০২৪-এ JUST_FLARE প্রথম রানার আপ, JUST_Triple_Helix টপ ১০-এ
JUST, 13 November, 2024
গত ১০-১১-২০২৪ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত খুলনা রিজিওনাল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট (KRIUPC) ২০২৪-এ যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা নতুন উচ্চতায় পৌঁছেছে। JUST_FLARE দলটি প্রথম রানার আপ হয়ে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, আর JUST_Triple_Helix দলটি ৮ম স্থান অর্জন করে টপ ১০-এ জায়গা করে নিয়েছে। JUST_FLARE দলের সদস্যরা হলেন: Niloy Das, Tahsin Arafat, এবং Masum Billa, এবং JUST_Triple_Helix দলের সদস্যরা হলেন: Nahid Karim Emon, AKMS Limon, এবং Ahsan।
এবারের KRIUPC ২০২৪-এ দক্ষিণনবংগের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ৪৭ টি টিমের মধ্যে যবিপ্রবির দুটি দল টপ ১০-এ স্থান পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই অর্জন যবিপ্রবি’র সিএসই বিভাগের এক নতুন মাইলফলক, যা শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা, পরিশ্রম, এবং সমন্বয়ের প্রতিফলন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও নিজেদের দক্ষতা, দৃঢ় সংকল্প এবং সহানুভূতির মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।
শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হলে তারা জানান যে, যবিপ্রবি’র আধুনিক প্রোগ্রামিং ল্যাব সুবিধা, নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং সমস্যা সমাধানের জন্য সঠিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করেছে।