প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে যবিপ্রবি সিএসই বিভাগের সাফল্যের ধারা

JUST, 26 May, 2024

২০১৪ সাল থেকে ৫৩টি ন্যাশনাল লেভেল প্রোগ্রামিং কন্টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে তৈরি রেটিং হলো সিন্যাপ্স রেটিং। এই রেটিংয়ের উপর নির্ভর করে করা র‍্যাংকিং হলো সিন্যাপ্স র‍্যাংকিং। এই র‍্যাংকিংয়ে ১৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবি এখন ১৫তম স্থানে অবস্থান করছে।


এই বছরের শুরুতে যবিপ্রবি ছিল ২৩তম স্থানে। সাস্ট আইইউপিসি ২০২৪-এ যবিপ্রবি'র প্রতিযোগীরা চমৎকার পারফর্মেন্স দেখিয়ে এক লাফে ১৭তম স্থানে পৌঁছে যায়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এনসিপিসি ২০২৪-এর পরে যবিপ্রবি আরও এগিয়ে গিয়ে ১৬তম স্থানে আসি। আইইউটি আইইউপিসি ২০২৪-এর পর এখন সিন্যাপ্স র‍্যাংকিংয়ে যবিপ্রবি ১৫তম স্থানে রয়েছে।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন,যবিপ্রবির এই সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রেখে যাচ্ছেন আমাদের ফ্যাকাল্টি মেম্বার, সিনিয়র এবং অ্যালামনাইরা। তাদের অব্যাহত উৎসাহ, দিকনির্দেশনা এবং সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা সবসময়ই আমাদের প্রতিযোগীদের পাশে থেকেছেন, তাদের সমস্যাগুলোর সমাধান দিয়েছেন এবং নতুন কৌশল শিখিয়েছেন।


নিলয় দাস

সিএসই, ৪র্থ বর্ষ